Breaking News
Home / কমলগঞ্জ / চাল মিলবে এমন আশায়: ১০ কি:মি: হেটে গেলেন এক বৃদ্ধ: অত:পর

চাল মিলবে এমন আশায়: ১০ কি:মি: হেটে গেলেন এক বৃদ্ধ: অত:পর

কমলগঞ্জ প্রতিনিধি:
মৃত ব্যক্তির বাড়িতে চাল বিতরণ হবে, এমন সংবাদ শুনে চাল পাওয়ার আশায় উপজেলা সদর চন্ডিপুর গ্রাম হতে প্রায় ১০ কিলোমিটার দুরে পায়ে হেঁটে গিয়েছিলেন বৃদ্ধ জমিলা খাতুন (৬৫)।

কিন্তু গিয়ে দেখেন সেখানে কেউ মারা যাননি। চাল না পেয়ে অত:পর বির্মষ হয়ে বৃদ্ধা বন্ধ দোকানের সামনে বসে ছিলেন। স্থানীয় এক সংবাদকর্মী বিষযটি নজরে আসলে নিজেই কিনে দিলেন কিছু খাবার।

এ রকম পরিস্থিতি হয়ে দিনমজুর খেটে খাওয়া মানুষের। ঘটনাটি শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে।

সাংবাদিক আসহাবুল ইসলামকে বৃদ্ধা জানান, পৌরসভার ৫নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামে জমিলা খাতুন (৬৫) বাড়ি। স্বামী মৃত জয়নাল মিয়া। স্বামী সন্তান সবাই ছিলো। তিন ছেলে ও স্বামী বেঁচে নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে চা বাগান কারখানার ফ্যানে মাথা লেগে চা শ্রমিকের মৃত্যু-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের চা কারখানায় কাজের সময় ...