এম কে পাল ( জয়) : চা- শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে সমাজ কল্যাণ মন্ত্রানালয়ের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ০২/০৭/১৭ ইং রোজ রবিবার কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে বাংলাদেশ নারী ফোরামের আয়জনে ও ভুক্তভোগি চা- জনগোষ্ঠীর সহযোগিতায় এক মানব বন্ধন আয়োজন করা হয়। নারী ফোরামের নেত্রী গীতা কানু অভিযোগ করেন চা- শ্রমিকদের জীবন মান উন্নয়েনের জন্য সরকার চা- শ্রমিকদের যে বরাদ্দ দিয়েছে তাতে দুর্নীতি হচ্ছে। খুব নিম্ন মানের ডাল, চাল সহ কাপর সগ্রহ করছে ঠিকাদার। একাধিকবার প্রতিবাদ করলেউ এর কোন সমধান হচ্ছে না। তায় আমরা আজ এর প্রতিবাদে শান্তিপূর্ন কর্মসূচী দেয় কিন্তু সুবিধাবাদি দের গ্রুপের সাণ্ডা পাণ্ডারা পথে পথে আমাদের কমলগঞ্জ আসতে বাধা দেয়। আমাদের গাড়ি আটকে রাখে আমরা পায়ে হেটে আসি। মানবন্ধনে শ্রমিক সন্তান মহন রবিদাস বলেন আমরা চা- শ্রমিকরা জয় বাংলার লোক। আমরা জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আমাদের এই প্রতিবাদ সরকারের বিপক্ষে না। আমাদের প্রতিবাদ দুর্নীতির বিপক্ষে। বরাদ্দকৃত অর্থ ও খাদ্য সামগ্রী বিতরনে স্বজনপ্রীতি চলছে। আর নিম্ন মানের পঁচা খাদ্য বিতরন হচ্ছে।এই অবস্থার পরিবর্তন না হলে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। মানবন্ধনে কয়েকটি চা- বাগানের চা- শ্রমিক উপস্থিত ছিলো।
Home / জাতীয় / চা- শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে স্বজনপ্রীতি নিম্নমানের খাদ্যসামগ্রী। বাংলাদেশ চা- শ্রমিক নারী ফোরামের মানব বন্ধন
Check Also
কমলগঞ্জে ভারতীয় ৩১ বোতল মদসহ নারী আটক-কমলগঞ্জ বার্তা
আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২ বোতল ভারতীয় মদ সহ অঞ্জনা সিনহা (৩০) নামে ...