শমশেরনগর , কমলগঞ্জ প্রতিনিধি ॥ কমলগঞ্জের শমশেরনগর ছাত্র সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্র তায়েফ আহমদের সঞ্চালনায় ও অধ্যক্ষ আইয়ূব আলীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মোছাম্মত রোহিনা আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সামাদ সমাইল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমাইয়ূন কবির, এনামুল হক এমরাজ, আবেদুর রহমান আবেদ, সোহেল আহমেদ, ডা. জিল্লুল হক মামুন ও সাংবাদিক আলমগীর হোসেন। আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর ছঅত্র সমাজের সভাপতি মাহফুজ আহমদ ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ চৌধুরী নাবিল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. তানভীর আহমেদ, ডা. আলী রাজা সুন্নাহ ও ডা. ওমর আহমদ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক রোগী দেখে সেবা প্রদান করা হয়।
Check Also
কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...