Breaking News
Home / কমলগঞ্জ / জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোটারঃ- জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ফাজিল উত্তীর্ণ ১৯৮৯-২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও স্মারক প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৫-১২-২০) শনিবার বিকাল ২টায় মাদরাসা হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান। সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলামের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, দাখিল মাদরাসা শিক্ষক ও কর্মচারী সমিতির জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দছ ছবুর। এ ছাড়াও বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সহসভাপতি ডাক্তার আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সাবেক শিক্ষার্থী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সদস্য, সাধারণ পরিষদের সদস্য ও অভিভাবকবৃন্দ। এসময় ফাজিল উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায়ী স্মারক ২০২০’ এর মোড়ক উন্মোচন করা হয়।
ফটো ক্যাপশন: জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার ফাজিল উত্তীর্ণ ১৯৮৯-২০১৯ ব্যাচের বিদায় ও স্মারক প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির, পূজামন্ডপ ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ শারদীয় দুর্গাপূজা-২০২১ উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ...