Breaking News
Home / গণমাধ্যম / জাতীয় সাংবাদিক সংস্থার কমলগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি গঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার কমলগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি গঠিত

রিপন মিয়া ,কমলগঞ্জ সংবাদদাতা ॥

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আজ ৫ই মে রোজ মঙ্গলবার জাতীয় সাংবাদিক সংস্থার কমলগঞ্জ উপজেলা ইউনিট গঠন কল্পে ভানুগাছ বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে  এক সভা অনুষ্টিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে  ০৭ সদস্য বিশিষ্ট নিম্ন বর্নিত কমলগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির বিভিন্ন পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, আহবায়ক – বিশ্বজিৎ রায় (দৈনিক যুগভেরী / সিলেট এক্সপ্রেস.কম) ,যুগ্ন-আহবায়ক- মোঃ আমিনুল ইসলাম হিমেল (দৈনিক আমার বার্তা /  কমলগঞ্জ বার্তা ডটকম), সদস্য সচিব- রাজু দত্ত ( দৈনিক জাগো জনতা / দিন রাত নিউজ ডট নেট )।

সদস্য –  মোঃ মালিক মিয়া (দৈনিক বাংলাদেশ বুলেটিন / দৈনিক মুক্ত আলো ),   মিসবাহুর রহমান (দৈনিক বিজয়ের আলো/ দৈনিক সত্যের সংগ্রাম ),  মোঃ হারুনুর রশিদ (দৈনিক কালজয়ী / বাহান্ন ডট কম ), নাদিয়া আক্তার নিহা  (দৈনিক দেশের কন্ঠ / আমাদের বাংলা সংবাদ) ।

সকল সৃজনশীল বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে শীঘ্রই পুর্নাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হবে বলে কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে পুজামন্ডপ পরিদর্শণে ভারতীয় সহকারি হাই কমিশনার-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্ত মইদাইল সার্বজনীন পুজামন্ডপ পরিদর্শণ কালে ...