বিশ্বজিৎ রায়, # জাতীয় শিশু প্রতিযোগিতা ২০১৮ এর চুড়ান্ত পর্যায় মণিপুরি নৃত্য খ গ্রুপে ২য় স্থান অধিকার করেছে মৌলভীবাজারের কমলগঞ্জের অর্থী সিনহা। গত ১২ মে শনিবার জাতীয় শিশু একাডেমী ঢাকাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অর্থী কমলগঞ্জের আম্বিয়া কিন্ডার গার্ডেন স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী হিসেবে ওই প্রতিযোগীতায় অংশ নেয়। তার মা মমতা রানী সিনহা একজন শিক্ষিকা এবং বাবা অমুল্য কুমার সিংহ সরকারী চাকুরজীবি।