কমলগঞ্জ বার্তা ডেস্ক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক, কমলগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়ের স্বামী ও মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক দীবালোক রায়ের পিতা দীপক কুমার রায় গত শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ বাসভবনে পরলোকগমন করেন। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীপক কুমার রায়ের গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, উপজেলা সুজন সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, লেখক–গবেষক আহমদ সিরাজ, জেলা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর।।