Breaking News
Home / কমলগঞ্জ / দুইজনের করোনা সনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

দুইজনের করোনা সনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা

রিপন মিয়া, সংবাদদাতা কমলগঞ্জে ব্যাংকে কর্মরত ২ জনের করোনা সনাক্ত হওয়ায় সোনালী ব্যাংক লি: কমলগঞ্জ শাখা ৩ মে রোববার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছে ব্যাংক কর্তৃপক্ষ। বন্ধকালীন সময়ে সোনালী ব্যাংক লি: এর পাশ্ববর্তী শাখাসমূহে জরুরী লেনদেন সম্পন্ন করার জন্য ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত গত শুক্রবার সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার কর্মরত দুইজনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। করোনা আক্রান্ত সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার কর্মকর্তা (ক্যাশ) ইমরানুল হাবিবের ভানুগাছ ১০ নম্বর গলির আল-আমীন ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা লকডাউন করে বাসায় লাল পতাকা লাগিয়ে একটি কক্ষে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে আনসার সদস্য শরিফুল ইসলামের ভানুগাছ বাজারে তার ভাড়া বাসা লকডাউন করে সে বাসায় লাল পতাকা লাগিয়ে তাকে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়ের পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টােইনে রাখা হয়। পাশ্ববর্তী বাসিন্দাদের নমুনা সংগ্রহ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে পুজামন্ডপ পরিদর্শণে ভারতীয় সহকারি হাই কমিশনার-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবে হামলায় ক্ষতিগ্রস্ত মইদাইল সার্বজনীন পুজামন্ডপ পরিদর্শণ কালে ...