মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে উল্লেখ করে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, ‘মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন নেই। দ্বিতীয়বার করা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘ডিপ কোমায় আছেন তিনি। তার অবস্থা অপরিবর্তিত। তার ছেলে আমাকে জানিয়েছেন, পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।’
এর আগে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সোমবার রাতে তার মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তবে তার পরিস্থিতি আগের মতোই আছে। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।