ষ্টাফ রিপোর্ট # ১৭৫ তম তিন দিন ব্যাপী মহা রাসপূর্ণিমা উপলক্ষে এবার প্রথম বারের মত সি সি ক্যামেরা নিয়ন্ত্রণে করা হবে পুরো রাসপূর্ণিমার মাঠ। জনগনের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কমলগঞ্জ উপজেলা পুলিশ প্রশাসন এ উদ্যেগ নিয়ছেন।
প্রতিবছর রাখাল নৃত্যের সময়ে ছিনতাই কারীদের কবলে পড়ে মণিপুরি মহিলাদের স্বর্ণের হার, চেইন, নেকলেস সহ ইত্যাদি ছিনতাই করে বহিরাগত সংঘবদ্ধ চোর দল।কমলগঞ্জ থানা পুলিশের আইন শৃঙ্খলা রক্ষায় তিন স্হরের নিরাপত্তার অংশ হিসাবে সার্কিট ক্যামেরাও একটি। চুরি ছিনতাই রোধ করতে এবং সন্দেহভাজন ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ এ ব্যবস্হা গ্রহণ করেছে বলে জানা গেছে।
এ ব্যপারে বুধবার সন্ধ্যায় মাধবপুরের শিঁববাজার ললিত কলা একাডেমীরর সভাকক্ষে মতবিনিময় করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। এসময় উপস্হিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান,মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোবারক হোসেন, এসআই চম্পক দাম প্রমূখ। প্রশাসনের এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন রাস কমিটি সহ অনেকেই।