Breaking News
Home / কমলগঞ্জ / পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইফতেখার আহমেদ বদরুল-কমলগঞ্জ বার্তা

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইফতেখার আহমেদ বদরুল-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম (হিমেল)
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নসহ দেশের সকল নাগরিককে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা  আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
১নং রহিমপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।
তিনি করোনা ভাইরাসের  এই দূর-সময়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে এবারে ঈদ পালনের আহব্বান জানিয়েছেন।
পাশাপাশি ঈদের এই সময়ে নিজের পরিবার পরিজনকে সময় দিয়ে ঘরে থাকার মধ্য দিয়েই আনন্দ উপভোগ করার আহব্বান রেখেছেন।
এ উপলক্ষে ১নং রহিমপুর ইউনিয়নের  স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল জানান, এবার কঠিন সময়ের মধ্য দিয়ে দেশবাসী ঈদের এই আনন্দের সময় পার করতে যাচ্ছেন । অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের  সাথে লড়াই করে দেশের মধ্যে করোনা এই ইউনিয়নের মানুষও টিকে আছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বাড়লেও মানুষ চেষ্টা করছে যেন করোনা ভাইরাসকে কে জয় করে দ্রুত এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
ইতিমধ্যে ঈদের এই আনন্দ আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে চেষ্টা করছি। সামনের দিনেও আমরা আমাদের পাশের মানুষটির খোঁজ খবর রেখে একে অপরের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এ ইউনিয়ন  তথা কমলগঞ্জ বাসীকে ক্ষুদামুক্ত রাখতে চেষ্টা করবো।
তিনি সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি ঘরেই পরিবারের সকলের সাথে উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহব্বানে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ১নং রহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার  সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...