Breaking News
Home / কমলগঞ্জ / পর্বতারোহী রত্না স্মরণে শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

পর্বতারোহী রত্না স্মরণে শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ প্রতিনিধি॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বতারোহী রেশমা নাহার রত্না স্মরণে ও তার মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে ভোর পৌনে ৬টায় উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এ দৌড় শুরু হয়। কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় গেটে ইউটার্ণ দিয়ে শমশেরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সাড়ে ১০ কিলোমিটার দৌড় শেষ করেন রানার্সগণ। এতে ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকলেই ৫০ মিনিট হতে ১ ঘণ্টা সময়ের মধ্যে দৌড় সমাপ্ত করেন।দৌড় শেষে শমশেরনগর শহিদ মিনারে মানববন্ধন করে রেশমা নাহার রত্না হত্যার সুবিচার, সড়ক ও মহাসড়কে সাইকেল লেন বাস্তবায়নের দাবি জানা। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন শমশেরনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক সুলেমান হাসান।শমশেরনগর রানার্স কমিউনিটির নেতৃবৃন্দ জানান, রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট রাজধানীতে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও জন-সচেতনতামূলক সমাবেশ করেছি। একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচীতে রত্না হত্যাকাণ্ডের প্রতিবাদ, দ্রুত বিচারের দাবী ও শহরের প্রধান সড়কগুলোতে আলাদা সাইকেল লেন করার দাবী জানানো হয়েছে।উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে কর্মদক্ষ নারীদের সেলাই মেশিন ও হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ...