বাড়ছে শুধুই মৃত্যুর মিছিল
আমরা মৃত্যু পুরীতে
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে
আছি আমরা এই ক্ষনে।
কার আগে কে যে যাবে
বলার কোনো উপায় নাই
যমদুত দাঁড়িয়ে দ্বারে
কেমন করে রক্ষা পাই ?
আমরা মানুষ সৃষ্টির সেরা
জ্ঞান বুদ্ধি বিবেক গুনে
ব্যর্থ আজ সব আমাদের
অদেখা এক দানব তরে।
স্রষ্টা তোমার সৃষ্টিটা
বড্ডো এখন নড়েবড়ে
সৃষ্টি তোমার হারিয়ে গেলে
স্রষ্টা তোমায় ডাকবে কে ?
রক্ষা করো মহান প্রভু
রহমান তুমি রাহিম যে
তোমার দয়াই রুখতে পারে
কবিড নাইনটিন দানবকে।