সংবাদদাতা ।। মৌলভীবাজারের কমলগঞ্জে সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁওস্থ হযরত গরম শাহ (র) এর মাজারে গত ১৩ই ফেব্রুয়ারী বার্ষিক ওরস চলাকালে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ২ জন গুরুতর আহত হওয়ার ঘটনাটি এলাকায় উত্তেজনা দেখা দেয়।
ঘটনার পরদিন গত ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বিষয়টি নিরসন কল্পে স্থানীয় বায়তুল সালাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোবহান মিয়ার সভাপতিত্বে গ্রামের মুরব্বী মোঃ রাশিদ মিয়ার বাড়ীতে এক বৈঠক বসে। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আ‘লীগের সহ সভাপতি সিদ্দেক আলী, সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল হান্নান, মহালদার ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, বর্তমান ইউপি সদস্য সুরমান মিয়া, তাজ উদ্দিন আহমেদ, গরম শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি করিম হোসেন প্রমুখ। সভায় আলাপ আলোচনার এক পর্যায়ে, মাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ কমলগঞ্জ সদর ইউপি‘র প্যানেল চেয়ারম্যান সুলেমান হোসেন ভুট্টো তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষনা করেন এবং চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান এর কাছে মাজার পরিচালনা কমিটির দান বাক্সের চাবি হস্তান্তর করেন । তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুবাহান মিযার কাছে চাবি তুলে দেন।
Check Also
কমলগঞ্জে ১৭ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ লক্ষীকান্ত সিংহ-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও উদ্ধার হয়নি লক্ষীকান্ত সিংহ নামে এক ব্যক্তি। ...