বিশ্বজিৎ রায় ::
মৌলভীবাজারে কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাকে অবশেষে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) গভীর রাতে (১২ টায়) মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকার খালেক মিয়ার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার(৯জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যাংক কর্মকর্তা মোজাহিদ আলী (৫৫) বাড়ি কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামে।তিনি ওই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেটের রূপালী ব্যাংক লালদীঘিরপাড় কর্পোরেট শাখায় কর্মরত আছেন ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ব্যাংক কর্মকর্তা বাসার কাজের মেয়ে হাসনা বেগম (২২)কে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে একটি অভিযোগ থানায় দায়ের করেন মেয়েটির মামা আছিদ মিয়া। এই অভিযোগে সোমবার রাতে ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে।