Breaking News
Home / কুলাউড়া / বন্যায় সাপ থেকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর-কমলগঞ্জ বার্তা

বন্যায় সাপ থেকে সতর্ক থাকতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর-কমলগঞ্জ বার্তা

নিজস্ব প্রতিবেদক॥
দেশে অনেক জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এই সময়ে সাপের দংশন থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিন শুরুর আগে এই আহ্বান জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘আমাদের অনেক জেলাতেই এখন বন্যা চলছে। এই বন্যায় সাপের দংশনে মৃত্যু এটা খুব সাধারণ ঘটনা। সেজন্য বাড়ির ছোটদেরসহ সবাইকে এই সাপ বিষয়ে সতর্ক থাকতে হবে।’পাশাপাশি এই সময়ে সবাইকে নিরাপদ পানি পান করার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘ফুটিয়ে অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে পান করবেন। নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্যকেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। এটি সংগ্রহ করে নিরাপদ পানি পান করবেন। যাতে পানিবাহিত রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন।’ অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন আরো তিন হাজার ৫৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ১০ হাজার ৫১০ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে মোট মারা গেলেন দুই হাজার ৭০৯ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৮৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ১৫ হাজার ৩৯৭ জন।বুলেটিন শেষে ডা. নাসিমা সুলতানা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সব সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই শামিল হবেন।দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কুলাউড়ায় রাতে বাড়ি গিয়ে প্রেমিকাকে ধর্ষণ, যুবক গ্রেফতার-কমলগঞ্জ বার্তা

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাউৎগাঁও ইউনিয়নে প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন ১৮ বছরের ...