আমরা মানুষ জয় করেছি
যুদ্ধ খরা ঘূর্ণিঝড়
বন্যা প্লাবন ভূমিকম্প
মহামারী দাবানল।
করোনা নামক অদৃশ্য দানব
এই মানুষের ঘাড়ে এখন
পুরো বিশ্ব বন্দিশালা
কার যে আসে কখন মরণ।
ভয় কে জয় করিতে
এই মানুষের জুড়ি নাই
আসবে ফিরে সুদিন আবার
বিশ্বাসটা দৃঢ় তাই।
বাঁচবে মানুষ থাকবে টিকে
আবার দেখবে বিশ্ব আলো
হারাবো জানি অনেক কিছু
হয়তো নিজেই হারিয়ে যাবো।
বাঁচবো কিনা মরবো
এটা আমরা কেউ না জানি
আমরা মরলেও তোমরা থাকবে
এটা কিন্ত বলতে পারি।