Breaking News
Home / আন্তর্জাতিক / বিলেতে কমলগঞ্জের শতজন, শেখ মোহাম্মদ আতিকুর রহমান : সাদা মনের এক সহজ সরল মানুষ —সৈয়দ মাসুম

বিলেতে কমলগঞ্জের শতজন, শেখ মোহাম্মদ আতিকুর রহমান : সাদা মনের এক সহজ সরল মানুষ —সৈয়দ মাসুম

শেখ মোহাম্মদ আতিকুর রহমানের জন্ম কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের পার্শ্বাধীন দক্ষিন বালিগাঁও গ্রামে।
পিতার নাম মরহুম হাজী শেখ মোহাম্মদ ইয়াওর আলী আর মায়ের নাম ফাতেমা আক্তার।
আতিকের পিতা ইয়াওর আলী ছিলেন ভানুগাছ এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি ,জনপ্রতিনিধি ও দক্ষ সালিশ বিচারক।
শুধু সামাজিক কর্মকাণ্ডেই নয় এলাকার একজন প্রথম শ্রেণীর ঠিকাদার ও মহালদার হিসাবেও তাঁর বেশ নাম ডাক ছিলো।
দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তিন নাম্বার শেখ আতিক কমলগঞ্জ হাই স্কুল থেকে এস এস সি ও পরবর্তীতে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে এইচ এস সিতে থাকা অবস্থায় বিলেত আগমন করেন ২০১০সালে।
ইংল্যান্ডে লুঠন বেডফোর্ডশায়ার কলেজ থেকে অর্গানাইজেশন অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপ্লোমা (OTHM),
লন্ডন গিল্ডহল কলেজ থেকে এডুকেশন ফর বিজনেস ম্যানেজারস এন্ড অ্যাডমিনিস্ট্রেটর (EBMA) ও আ্যংলিয়া রুসকিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন আতিক।
অত্যন্ত সহজ সরল ও সাদা মনের অধিকারী আতিকের বড় ভাই শেখ শামীমুল আহসানও একসময় ইংল্যান্ডে ছিলেন।
তাঁর চাচাদের মধ্যে ইঞ্জিনিয়ার শেখ শফিকুর রহমান লন্ডনে থাকা অবস্থাতেই মারা যান। অন্য দুই চাচা শেখ মুহিবুর রহমান ইয়ামিস ও শেখ মোহাম্মদ ইয়াকুব আলী উভয়েই লন্ডনে বসবাস করেন।
জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত আতিক তাঁর ছাত্র অবস্থায় যুক্তরাজ্য ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন (BSU)এর সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
বর্তমানে আতিক বিলেতস্থ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহকারী সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।
নিজ এলাকায় আতিকের পরিবারের দান ও অনুদান সর্বজনবিদিত। তাঁর দাদা মরহুম হাজী শেখ মনা মিয়া সাহেবের সময় থেকেই তাঁরা পশ্চিম ভানুগাছের উন্নয়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন এখনও আছেন।
ব্যক্তি জীবনে আতিক বিবাহিত।পরিবারের অন্যান্যদের মতো আতিক লন্ডনেই স্ত্রী তানজিনা আক্তার জুঁই কে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নারী আটক-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন নামক স্থানে অবৈধ অনুপ্রবেশের দায়ে সমজা বিবি (৩১) ...