মান্না বক্স ॥ মৌলভীবাজার শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের নাগরিক। ১৫ নভেম্বর বুধবার দূপুরে সর্বস্তরের নাগরিকের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানবন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরোজ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জেলা যুব সংস্থার সভাপতি আলিম উদ্দিন হালিম, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ব্যবসায়ী দুরুদ আহমদ, সৈয়দ সেলিম হক, আজিজুল ইসলাম সেলিম, আবু সুফিয়ান, তোফায়েল ইসলাম ও সাহেদ আহমদ প্রমুখ। ব্যবসায়ী মুহিবুর রহমান ৮ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে শহরের চৌমোহনা সংলগ্ন নাইনন্টি নাইন নামীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বের হবার সময় সন্ত্রাসী হামলার স্বীকার হন। তাকে এলোপাতাড়ি ভাবে তাকে শহরের চিহৃত সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। মুহিবুর রহমান আশংকাজনক অবস্থায় সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Home / মৌলভীবাজার / ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
Check Also
পুলিশ সুপার ফারুক আহমেদের সাথে প্রেসক্লাবের প্রীতি সম্মিলন-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর মৌলভীবাজার থেকে বিদায়লগ্নে প্রেসক্লাবের ...