বড়লেখা প্রতিনিধি ।।
মৌলভীবাজারের বড়লেখায় করোনা প্রভাবে কর্মহীন হয়ে দুর্দিনে থাকা ২৪ জন অসচ্ছল সাংস্কৃতিক কর্মীকে খাদ্যসহায়তা করেছেন ইউএনও মো. শামীম আল ইমরান। রোববার তার কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সাংস্কৃতিক কর্মীদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তোলে দেয়া হয়েছে।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউনের কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়ে। এর থেকে বাদ যায়নি বিভিন্ন অঙ্গনের সাংস্কৃতিক কর্মীরাও। সরকার ঘোষিত লকডাউনের কারণে বর্তমানে কোন সাংস্কৃতিক কর্মকান্ড না থাকায় অসহায়ভাবে দিনযাপন করছে বড়লেখার সাংস্কৃতিক কর্মীরা। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের নজরে আসায় তিনি ২৪ জন কর্মহীন অস্বচ্ছল সাংস্কৃতিক কর্মীকে তালিকাভুক্ত করে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি জীবানুনাশক সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা শিল্পকলা একাডেমীর তপন চৌধুরী, তারুণ্য নাট্যগোষ্টির সভাপতি বদরুল ইসলাম মনু, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য শুভাশিষ দে শুভ্র প্রমুখ।