Home / জাতীয় / মাগুরছড়া ট্রাজেডির ২০তম বার্ষিকী ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

মাগুরছড়া ট্রাজেডির ২০তম বার্ষিকী ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম হিমেলঃ
জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতির আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ১৪ জুন বুধবার ২টায় কমলগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে কমলগঞ্জ উন্নয়ন পরিষদ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সভাপতি সুনীল কুমার মৃধা, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সুহৃদ সমাবেশ এর সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।এ সময় বক্তরা বলেন, মার্কিন কো¤পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজও ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে। বক্তারা আরো বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কূপে বিষ্ফোরণের ২০ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোন ক্ষতিপূরণ দেয়নি মার্কিণ বহুজাতিক তেল গ্যাস কোম্পানী অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীব বৈচিত্র, রেলপথ ও সড়ক পথের ক্ষতি পূরণে আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে কার্তিক-দামোদর মাস উপলক্ষে শৈব যোগী সংঘের সপ্তাহব্যাপী আলোচনা ও দীপ-দান প্রজ্বলন

কৃষ্ণা শর্মা ॥ একটি ব্যতিক্রমী বৈদিক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভর্য্যরে মধ্য দিয়ে সপ্তাহ ...