কমলগঞ্জ প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোষ্টে আকৃষ্ট হয়ে অসহায় খাতুন বেগমের পরিবারের পাশে দাঁড়ালেন।আজ রোববার বিকাল চার ঘঠিকার সময় ৫ নং সদর ইউনিয়নের ছাতিয়া গ্রামের খাতুন বেগমের ৪র্থ কন্যা বিরল রোগে আক্রান্ত বাবলি বেগম(৯) এর পাশে দাঁড়ালেন।বিবরনে জানাযায় শাহাবুদ্ধীন নামের স্হানীয় এক সাংবাদিকের ফেইসবুক পোষ্টে বাবলির শারীরিক অসুস্থতার বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনি মানবিকতা ও সমাজসেবার দায়বদ্ধতা থেকে পৌর এলাকার বাইরে ৫ নং সদর ইউনিয়নের ছাতিয়া গ্রামের হতদরিদ্র খাতুন বেগমের পরিবারকে গৃহ নির্মানের জন্য দুই বান ঢেউটিন ও নগদ চার হাজার টাকা ও এক বস্তা চাল পৌর মেয়র জুয়েল আহমেদের সহধর্মিনী শিপন আক্তার শিলা ছতিয়া গ্রামের বিরল রোগাক্রান্ত বাবলি বেগমের পাশে দাঁড়ান।এসময় তিনি স্বামী পরিত্যাক্ত খাতুন বেগমের পাঁচ সদস্যের অসহায় পরিবারকে স্হানীয় প্রাশাসন ও সংসদ সদস্যের সহায়তায় বাবলির চিকিৎসা সহ সবরকমের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।পৌর মেয়েরের ৫ নং সদর ইউনিয়ন সফর কালে আরও উপস্হিত ছিলেন অব: প্রাপ্ত সেনা সদস্য মো: সুহেল,সাংবাদি অঞ্জন চৌধুরী,শাহাবুদ্ধীন আহমদ,অর্জুন দেবনাথ ও স্হানীয় ব্যক্তিবর্গ।কোন জনপ্রতিনিধির এরকম কর্মকান্ডে অসহায় পরিবারটি আবেগআপ্লুত হয়ে পড়ে।ভাষাহীন হয়েপড়া অসহায় পরিবারটি মেয়র জুয়েল আহমেদকে সর্বোচ্ছ স্হানে অধিষ্ঠিত করার জন্য পরম করোনাময়ের কাছে প্রার্থনা করেন।
Home / জাতীয় / মানবিকতার পলকে আবারও উজ্জ্বল দৃ্ষ্টান্ত স্হাপন করলেন পৌর মেয়র জুয়েল আহমদ-কমলগঞ্জ বার্তা
Check Also
কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন-কমলগঞ্জ বার্তা
আমিনুল ইসলাম হিমেল॥ কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প-১ এর ৪ তলা ভিত ...