কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় সিলেট নগরের আম্বরখানায় জসিম বুক হাউজে বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর সিংহের কবিতার বই আত্মজিজ্ঞাসা এবং মাহমুদুল হাসান উজ্জ্বলের ছড়ার বই আমার প্রিয় খোকা এই বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। শিক্ষক শাহ ফারুক আহমদের সভাপতিত্বে এবং মুস্তাফিজ সৈয়দের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন, ছড়াকার অজিত রায় ভজন, রানা কুমার সিংহ, গবেষক আবু সাঈদ আহমদ এবং সাংবাদিক-কবি মুনশী ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন বইয়ের প্রকাশনা সংস্থা জসিম বুক হাউজের কর্ণধার মো.জসিম উদ্দিন। অনুভূতি প্রকাশ করেন বই দুটির লেখক বীর মুক্তিযোদ্ধা বিরেশ্বর সিংহ এবং মাহমুদুল হাসান উজ্জ্বল। এসময় বিভিন্ন সুধীজন ছাড়াও লেখক ও প্রকাশকের শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
Home / কমলগঞ্জ / মুজিবর্ষে মুক্তিযোদ্ধা বিরেশ্বর সিংহ ও মাহমুদুল হাসান উজ্জ্বলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন
Check Also
কমলগঞ্জে ১৭ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ লক্ষীকান্ত সিংহ-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জে নিখোঁজের ১৭ দিনেও উদ্ধার হয়নি লক্ষীকান্ত সিংহ নামে এক ব্যক্তি। ...