শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির
আয়োজনে কালিঘাট চা-বাগান
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০
জন মেধাবী ও দরিদ্র ছাত্র-
ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ
সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার
(১৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায়
কালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
মাঠে একটি ইভেন্টের আয়োজন করা
হয়।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির
প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামিম
মিয়ার সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক নাদির হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠিত ইভেন্টের বিভিন্ন
কর্মসূচিতে উপস্থিত থেকে প্রধান
অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল
প্রেসক্লাবের সহক্রীড়া ও সাংস্কৃতিক
সম্পাদক মামুন আহমদে। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন কালিঘাট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সঞ্চিতা পাল, দারুল
আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের
ভাইস প্রিন্সিপাল, সাংবাদিক ও
কলামিস্ট এহসান বিন মুজাহির,
সাংবাদিক তোফায়েল আহমদ পাপ্পু ,
সাপ্তাহিক চা শ্রমিক বার্তা
সংবাদকর্মী শাহিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-
কালিঘাট সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেখা
সিং, সুমিতা তাতী, সৃষ্টি দেবরায়,
স্টুডেন্ট সোসাইটির রেজোয়ান আহমেদ
শুভ ,হাসনাত রাব্বি প্রমুখ।
৩ ঘন্টাব্যাপী বিভিন্ন ইভেন্টে
শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন
প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান
প্রতিযোগিতা এবং পুররস্কার বিতরণী
অনুষ্ঠান ছিলো। শিক্ষা উপকরণ-
খাতা,কলম, পেন্সিল- স্কেল, জ্যামিতি
বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ
সামগ্রী ও পুরস্কার হাতে পেয়ে
স্কুলের ছাত্র-ছাত্রীদের খুব আনন্দ
এবং উচ্ছসিত হতে দেখা যায়।
ইভেন্টের নানা কর্মসূচিতে স্টুডেন্ট
সোসাইটির দায়িত্বশীল এবং
সদস্যদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে
আরও প্রাণবন্ত করে তোলে।
Home / মৌলভীবাজার / মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির শিক্ষা উপকরণ বিতরণ
Check Also
পুলিশ সুপার ফারুক আহমেদের সাথে প্রেসক্লাবের প্রীতি সম্মিলন-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর মৌলভীবাজার থেকে বিদায়লগ্নে প্রেসক্লাবের ...