মৌলভীবাজার প্রতিনিধি ।।
মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সৈয়ারপুর এলাকায় করোনা দূর্যোগগ্রস্থদের মাঝে অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখা কর্তৃক নগদ অর্থ বিতরণ করা হয়েছে সোমবার দুপুর ২টায়।
ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস–উল ইসলামের উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়। ১নং ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চল প্রধান ও সহকারী মহা–ব্যবস্থাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি জিতু তালুকদার, দেলোয়ার হোসেন তরফদার প্রমুখ। অর্থ সহায়তা অনুষ্ঠানে প্রত্যেককে ৫শ টাকা করে ২শ জনের মধ্যে ১ লাখ টাকা বিতরণ করা হয়।