আমিনুল ইসলাম হিমেলঃ তরুণদের মাঝে সুস্থ সাহিত্য চর্চার বিকাশ সাধনের লক্ষ্যে মৌলভীবাজারে গঠিত হয়েছে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো)। ১৮ নভেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকায় কবি আবদুল হাই ইদ্রিছী’র আহবানে মৌলভীবাজারের কেন্দ্রিয় শহীদ মিনারে তরুণ সাহিত্য পিপাসুদের এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। চৌধুরী শামসুল আরেফীন এর সভাপতিত্বে ও মামুন আবদুল্লাহ এর সঞ্চালনায় উক্ত সাহিত্য আড্ডায় কবি আবদুল হাই ইদ্রিছী কে সভাপতি ও মামুন আবদুল্লাহ কে সাধারণ সম্পাদক মনোনিত করে ১১ সদস্য বিশিষ্ট শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) এর কার্যকরী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি চৌধুরী শামসুল আরেফীন, সাংগঠনিক সম্পাদক জে এইচ জিয়া, প্রচার সম্পাদক রাফিউল ইসলাম জসিম, কোষাধ্যক্ষ মো. আব্দুল কাইয়ূম, কার্যকরী সদস্য ইতি রহমান, শিরিন শীলা, সাইয়্যিদা ফোয়ারা জান্নাত মিমি, আমিনুল ইসলাম হিমেল, পলাশ দেবনাথ।
Check Also
পুলিশ সুপার ফারুক আহমেদের সাথে প্রেসক্লাবের প্রীতি সম্মিলন-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর মৌলভীবাজার থেকে বিদায়লগ্নে প্রেসক্লাবের ...