Breaking News
Home / আলোচিত খবর / মৌলভীবাজার জেলা করোনা শনাক্ত ৪০০ ছাড়াল-কমলগঞ্জ বার্তা

মৌলভীবাজার জেলা করোনা শনাক্ত ৪০০ ছাড়াল-কমলগঞ্জ বার্তা

নিজস্ব প্রতিবেদক॥
মৌলভীবাজার জেলায় কোভিডে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। আজ শুক্রবার আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন আক্রান্তের সংখ্যা ৪১৪। সুস্থ হয়েছেন ১৫০ জন।
মৌলভীবাজার সিভিল সার্জন তউহীদ আহমেদ আজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ১৮ জন, রাজনগরে একজন, কুলাউড়ায় দুজন, জুড়ীতে পাঁচজন এবং কমলগঞ্জে দুজন রয়েছেন। সপ্তাহখানেক আগে পাঠানো নমুনা পরীক্ষার ফল এটি।
গত ৪ এপ্রিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ বাজারের এক ব্যবসায়ী করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ট্রাকযোগে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে নেয়া হচ্ছে পলিবালু ॥ হুমকির মুখে বাঁধ-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিড়ি-বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীর স্টিলের ব্রিজের নিচ ...