শেখ সাজেদুল হক সাজুঃ- আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিশনের নির্বাচন পরিচালনা ২ উপ সচিব মাে . আতিয়ার রহমান এ তারিখ ঘােষণা করেন।
জানা যায়- জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১০ ( ৩ ) অনুযায়ী ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাচন অনুষ্ঠানে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন। নির্দেশনায় বলা হয়, ওই দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভােট অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মােহাম্মদ আলমগীর হােসেন বলেন, আজ তফসিল ঘােষণা করেছি। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর মনােনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা আজিজুর রহমান করােনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান তফদার রিজুয়ানা সুমি।
এদিকে জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে শুরু হচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দৌড়ঝাঁপ। আলোচনার আছেন বালাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নিবাহী সদস্য ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ পরিষদ চেয়ারম্যান, সোশ্যাল মিডিয়া অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি আহমেদ রিয়াজ। জেলার প্রতিটি মানুষের কাছে সুপরিচিত আহমেদ রিয়াজ চমক দেখাতে পারেন বলে রাজনৈতিক নেতৃবৃন্দের অভিমত।
আলোচনা শীর্ষে থাকা চেয়ারম্যান পদপ্রার্থী মধ্যে আহমেদ রিয়াজ এর সাথে যোগাযোগ করলে বলেন- মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আমি লড়বো ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। আশা করি সাথে থাকবেন আমার প্রিয় প্রবাসী ও মৌলভীবাজার বাসী।
উল্লেখ্য, আহমেদ রিয়াজ বিগত সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ আসন থেকে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন সাথে নির্বাচন করেছিলেন।
Home / আলোচিত খবর / মৌলভীবাজার জেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আহমদ রিয়াজ
Check Also
কমলগঞ্জের শমশেরনগর শহীদ মিনারে সিএনজি স্ট্যান্ড-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পোস্ট অফিসের সম্মুস্থ প্রধান শহীদ মিনারটি সিএনজি অটো রিক্স্রা ...