তুহিন আহমদ জহিরঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। রোববার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজস্ব খাতে অবদান রাখায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক এর হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রধান (রাজস্ব) মো:আশরাফুল আলম খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
পাবলিক সার্ভিস ডে উপলক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় প্রণীত নীতিমালা অনুযায়ী এই শুদ্ধাচার পুরস্কার-২০১৭ প্রদান করা হয়।
Home / কমলগঞ্জ / রাজস্ব খাতে অবদান রাখায় কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ
Check Also
কমলগঞ্জে ভারতীয় ৩১ বোতল মদসহ নারী আটক-কমলগঞ্জ বার্তা
আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ৩২ বোতল ভারতীয় মদ সহ অঞ্জনা সিনহা (৩০) নামে ...