রাফি আহমেদ রিপন, কমলগঞ্জ ।।
মৌলভীবাজারের কমলগঞ্জের করোনা আক্রান্ত সোনালী ব্যাংকের পিয়ন দুলাল মিয়ার বাড়িতে রাতের আধারে প্রধানমন্ত্রীর পক্ষ হতে পুষ্টিকর খাবার ও নগদ অর্থ নিয়ে হাজির হলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। শুক্রবার রাত সাড়ে ৯টায় তিনি কমলগঞ্জ পৌরসভার আলেপুর গ্রামে এসব খাদ্য সামগ্রী নিজের হাতে পৌছে দেন। ইউএনও গাড়ি নিয়ে করোনা রোগীর বাড়িতে পৌছে খাদ্য সামগ্রী ঘরে পৌছে দেন। এসময় করোনা আক্রান্ত রোগকে সাহস যোগান এবং তিনি নিয়মিত ভাবে ডাক্তারের পরার্মশ মতে নিয়ম মেনে চলার অনুরোধ করেন। পরিবারে হাতে প্রধানমন্ত্রীর উপহার নগদ ৩ হাজার টাকা তুলে দেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার হিসাবে নগদ টাকা ও খাদ্য প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে এসব উপহার দেয়া হয়।