রাফি আহমদ রিপন, কমলগঞ্জ ।।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর গ্রামে শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের নির্মান কাজের আনুষ্টানিক শুভ শূচনা হয়েছে। আজ ২৮ শে মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মন্দিরের নির্মান কাজের উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্রী বিশ্বজিৎ রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপুর সার্বজনীন শ্রী শ্রী দূর্গা বাড়ী পরিচালনা কমিটির সভাপতি শ্রী শুভ্রাংশু নারায়ন মল্লিক, সাধারণ সম্পাদক শ্রী ধীরেন্দ্র মালাকার, ইউপি সদস্য শ্রী সুনীল মালাকার ও এলাকার সনাতনী ভক্তবৃন্দ।
এ প্রতিবেদকের সাথে আলাপ কালে সম্পাদক শ্রী ধীরেন্দ্র মালাকার বলেন, কোন ধরণের সরকারী সহায়তা ছাড়াই শুধুমাত্র এলাকাবাসীর কাছ থেকে সাহায্য নিয়ে এ মন্দিরটি নির্মান করা হচ্ছে । পর্যাপ্ত ফান্ড না থাকায় তারা মন্দিরটির নির্মান কাজ পুরোপুরি সমাপ্ত করা তাদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য হবে বলে মনে করেন । তাই তারা মন্দিরটির নির্মান কাজে সরকারী ভাবে অর্থ বরাদ্ধের দাবী জানিয়েছেন।