কমলগঞ্জ বার্তা ডেক্স ।। বিকেলে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে গাড়ি সাইট করা নিয়ে কথা কাটাকাটি হয় টমটম চালক মঈন উদ্দিনের সাথে কথা কাটা কাটি হয় পল্রী চিকিৎসক মীর হোসেনের সাথে । তা্ৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংশা করে দেন। এরই জের হিসাবে সন্ধ্যায় পৌনে ৯ টার দিকে উত্তর রাসটিলা বাজারস্থ মীর হোসেনের ফারমেসীতে মঈন উদ্দিন দলবলসহ শসস্ত্র হামলা চালায়। নৃশংশ এই হামলায় পল্রী চিকিৎসক মীর হোসেন,তার মা মিনু বেগম, দুই ভাই জাহেদ মিয়া ও আমজাদ মিয়া গুরুতর আহত হন। এসময় হামলাকারীদের দ্বারা আক্রান্ত হন দক্ষিণ বালিগাওঁ গ্রামের আজাদ মিয়া রাসটিলা গ্রামের সৈয়দ আহমেদর ছেলে আকসা মিয়া, মনির মিয়া জাহাঙ্গীর মিয়া, মনির মিয়া ২ সাকিল, রবিউল ইসলাম। এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করেন । তন্মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার খবর পেয়ে রাত সাড়ে ৯টায় কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজটিলা গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করে পুলিশ। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত হামলাকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত ছিল।
Check Also
মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করায় কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা-কমলগঞ্জ বার্তা
কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করা, মূল্য তালিকা ...