লাউয়াছড়ার লেবু শ্রমিক ও খাসিয়াদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য ও বীজ বিতরণ
June 3, 2020
কমলগঞ্জ, জাতীয়, মৌলভীবাজার
60 Views
রাফি আহমদ রিপন, কমলগঞ্জ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন লেবু বাগানের দরিদ্র ২০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বুধবার (৩ জুন) দুপুরে লাউয়াছড়া বন বিশ্রামাগার এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরনী অনুষ্টানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খাসিয়া সম্প্রদায়ের মাঝেও বিভিন্ন জাতের দেশীয় ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার সুমন চন্দ্র দাশ, ভূমি অধিগ্রহন কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সাংবাদিক সালেহ এলাহী কুটি, সাংবাদিক আব্দুল আজিজ, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পতমী প্রমুখ।
2020-06-03