Breaking News
Home / ধর্ম / শমশেরনগর ইউ,পি আহলে সুন্নাত ওয়াল জামাআতেরবিক্ষোভ মিছিল ও মানববন্ধন-কমলগঞ্জ বার্তা

শমশেরনগর ইউ,পি আহলে সুন্নাত ওয়াল জামাআতেরবিক্ষোভ মিছিল ও মানববন্ধন-কমলগঞ্জ বার্তা

শমশের নগর প্রতিনিধি ॥
ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দোতে রাসূল (ﷺ)’কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী খ্রিষ্টান কর্তৃক পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে অদ্য ১১/০৯/২০২০ ইং, রোজ শুক্রবার, বিকাল ৫ঃ০০ ঘঠিকার সময়, শমশেরনগর গাউছিয়া তাহেরিয়া মফিজিয়া সুন্নী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি শমশেরনগর চৌমুহনা চত্বরে মানববন্ধনে রুপ নেয়। শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারন সম্পাদক আব্দুল মালিক বাবুল সাহেবের সঞ্চালনায় শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআত সভাপতি হাফেজ মশাহিদ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন
কমলগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মোঃ দুরুদ আলী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানি সাহেব। শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিনিয়র সহ সভাপতি হাজী ইজ্জাদুর রহমান সাজ্জাদ। মৌলভীবাজার জেলা ছাত্রসেনার সভাপতি এম.এ.রাসেল মোস্তফা, শমশেরনগর ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে মাওলানা ইব্রাহিম জালালী। । এছাড়াও আরো উপস্থিত ছিলেন শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামআতের সিনিয়র সদস্য মিজানুল হক স্বপন, শমশেরনগর ইমাম উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা নুর উদ্দীন,সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল মুকিত,অর্থ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন,মৌলভীবাজার জেলা যুবসেনার অফিস সম্পাদক মুকিত হাসানি,শমশেরনগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক মোঃ দুরুদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হক সুমন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক কাজী যুবায়ের আহমদ, শমশেরনগর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মোঃ মুহিবুর রহমান রাসেল,সহ সভাপতি মাহমুদ হাসান শিমুল, সাধারন সম্পাদক আহমেদ রাজু,হযরত মফিজ উদ্দীন শাহ (রহঃ) ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রধান শায়ের ও আলা হযরত সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মনিরুল ইসলাম,মোঃ নুরুল ইসলাম মামুন,শায়ের আল আমিন, শায়ের ইব্রাহীম, তায়েফ আহমদ, আইমান হোসেন চৌধুরী সুন্না, মাদানি টিউন পরিচালক শহিদ আহমেদ,সাদি আহমেদ, মোঃ নুরুল আলম আনোয়ার,মোঃ নুরুল ইসলাম,হাসিবুল হাসান সিমান্ত, আব্দুস সামাদ মুন্না সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন উগ্র খ্রিস্টানদের এহেন জঘন্য ও ন্যক্কারজনক ঘটনায় আগামী ২৮ তারিখ বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব যেন পাস করা হয় এবং এই ঘৃন্য কাজের জন্য জাতিসংঘ সুইডেন এবং ফ্রান্সের উপর চাপ প্রয়োগ করে। পরিশেষে শমশেরনগর ইমাম উলামা সভাপতি ও বড়চেগ সুন্নীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা তাজুল ইসলাম সাহেবের মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সমাপ্তি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

শমশেরনগর ইউ,পি ০৩নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সতিঝিরগ্রাম আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ গতকাল ২৮/১১/২০২০ইং রোজ শনিবার রাত ৮ টায় সতিঝিরগ্রাম বায়তুস-সুন্নাহ জামে মসজিদে ...