Breaking News
Home / গণমাধ্যম / শমসেরনগরে দিনমজুরদের ঘরে ঘরে চিকিৎসা ও ফ্রি ঔষধ পৌঁছাল পল্লী চিকিৎসকরা

শমসেরনগরে দিনমজুরদের ঘরে ঘরে চিকিৎসা ও ফ্রি ঔষধ পৌঁছাল পল্লী চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের অসহায় খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ফ্রি চিকিৎসা ও ঔষধ পৌঁছে দিয়েছেন মাদারস ফাষ্ট এইড ইনিস্টিটিউট সার্ভিস লি: শমশেরনগর শাখার পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার ২ এপ্রিল পল্লী চিকিৎসক শমসেরনগর শাখার উদ্যোগে বিভিন্ন পেশার মানুষের অর্থায়নে শিংরাউলী ও ঈদগাহ্টিলা এলাকায় ২শত মানুষের মাঝে  চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে মাদারস্ ফাস্ট ইনিস্টিটিউট সার্ভিস লি: শমশেরনগর শাখার পল্লী চিকিৎসকরা বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরন কার্যক্রমে উপস্থিত থেকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন, শমশেরনগর স্থানীয় পল্লী চিকিৎসক ডা: মো. কামরুজ্জামান সিমু, ডা: আহমদ আলী, ডা: চম্পা লাল, ডা: বিমল পাল।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, এম এ হামিদ, শমসেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য রায়হান ফারুক, আতিকুর রহমান জনি প্রমুখ।

এলাকার লোকজনের ফ্রী চিকিৎসার পাশাপাশি সচেতনামূলক পরামর্শ ও বিতরন করা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে চা-শ্রমিকের বসতঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগানের চা-শ্রমিক শ্রীজনম ভর (৫৫) এর নির্মিত ...