Breaking News
Home / জাতীয় / শিশুই যখন শিশুর মা! মানুষ পশুর মাঝে বলো সাথী কোন কাজে ব্যবধান আজ কোথা পেলে ?

শিশুই যখন শিশুর মা! মানুষ পশুর মাঝে বলো সাথী কোন কাজে ব্যবধান আজ কোথা পেলে ?

কমলগঞ্জ বার্তা ডেস্ক,রিপোর্টঃ
ফেনী জেলার পরশুরাম উপজেলায় কোলাপাড়ার ১১ বছরের শিশু পারভিন, সলিয়া গ্রামের পুরুষ নামীয় জানোয়ার! আবুল কাশেম’র (৫৫) লালসার শিকার হয়ে গত ২৬ আগষ্ট মা হয়েছে, ১১ বছরের একটি মেয়ে যখন স্কুলের বারান্দায় চুটোচুটিতে ব্যস্ত থাকার কথা ঠিক সে সময়ে তার কোলে আরেকটি শিশু!!
নৈতিক, মানবিক মূল্যবোধের অভাব আর ধর্ষণের সঠিক বিচার না হওয়ায় কলংকিত হচ্ছে সমাজ ব্যবস্থা! আমি ‘পুরুষ’ তাই লজ্জিত!! সময় এসেছে এসব কুলাংগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের, সামজিকভাবে ইসলামের বিধান পালন করে ধর্ষণকারীকে ফাঁসী দিয়ে হত্যা করুন! সময় মত ব্যবস্থা না নিলে আমি আপনি কেউ এ সমাজে নিরাপদ না!!
মেয়েটি এখন ফেনীর আধুনিক সদর হাসপাতালে আছে।সংগ্রহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কমলগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন

আমিনুল ইসলাম হিমেল ॥৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমনের কারণে সরকারী ...