Breaking News
Home / আলোচিত খবর / :: শূণ্যপদে শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে কমলগঞ্জে চা – ছাত্র যুব পরিষদের মানববন্ধন ::

:: শূণ্যপদে শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে কমলগঞ্জে চা – ছাত্র যুব পরিষদের মানববন্ধন ::

কমলগঞ্জ বার্তা রিপোর্ট #
সকল শূণ্যপদে শিক্ষিত চা শ্রমিক সন্তানদের নিয়োগের দাবিতে চা ছাত্র পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের কারখানার প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসুচী পালিত হয়। সোমবার সকাল সাড়ে ৮টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলীনগর চা বাগান চা ছাত্র পরিষদের সভাপতি সজল কৈরীর সভাপতিত্বে ও সুমন কৈরীর সঞ্চালনায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, বিজয় কৈরী, তাম্বির বাক্তী, রনজিত নুনিয়া, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলীপ কৈরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে চা বাগানের সকল শূণ্যপদে শিক্ষিত যোগ্যতাসম্পন্ন চা শ্রমিক সন্তানদের নিয়োগের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। অন্যথায় তারা আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ডানকান ব্রাদার্স কোম্পানী পরিচালিত আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এস, এম মোরশেদ আলম জানান, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদেরকেই চাকুরী দেয়া হবে। তবে চা শ্রমিক সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকুরীতে অবশ্যই অগ্রাধিকার পাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

সৈয়দ মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান ২৭শে ফেব্রুয়ারী

আগামী ২৭শে ফেব্রুয়ারী শনিবার বেলা ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে লেখক কবি সৈয়দ ...