মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সালেহ আহমদ এর স্ত্রী মোছাঃ হাজেরা খাতুন (৫০) সোমবার সকাল ১০ ঘটিকায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত দোরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ মাগরিব রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাযা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Check Also
কমলগঞ্জে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু-কমলগঞ্জ বার্তা
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাছড়া এলাকায় গাছ চাপায় এক বৃদ্ধার ...