মোঃ শাহিন আহমেদ শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে। নিহতের নাম শাহজাহান(২৬)। সে গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঢাকা- সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার ছিল সে। এ ঘটনায় বড় ভাই মো: আব্দুল কাদির (৩২) কে আটক করেছে পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, সিন্দুরখান ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানায় আসি। পরে রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়। বড় ভাই আ: কাদিরকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আ: কাদির খুনের ঘটনা স্বীকার করেছে। এব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে একজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।