Breaking News
Home / মৌলভীবাজার / শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে

শাহিন আহমেদ,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ হাতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন। তাতে খচিত রাসূলের প্রশংসায় লিখিত কালজয়ী কবিতার পংক্তি। মাথায়
পাগড়ি। এগিয়ে চলছে পবিত্র ঈদে
মিলাদুন্নবী (সা.)-এর র্যালি।
মাইকে বাজছে শিল্পীদের দরদমাখা
কণ্ঠে নাত। ‘তালায়াল বাদরু আলাইনা,
মিনছানি ইয়াতিল বিদায়ি’, ‘সকল
ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী’
‘মারহাবা মারহাবা বলে উঠলো
পৃথিবী, ঈদে মিলাদুন্নবী আজ
মিলাদুন্নবী’। মুখে মুখে উচ্চারিত
এসব গজলের সুরে মুখরিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অলি-
গলি, রাজপথ। শ্রীমঙ্গল আনোয়ারুল
উলুম ফাজিল মাদ্রাসার সামনে থেকে
শ্রীমঙ্গল চৌমূহনা পর্যন্ত ছিল এক
লাইন, এক সারি। শনিবার ২ ডিসেম্বর সকাল সাড়ে
১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী
উপলক্ষে বাংলাদেশ আনজুমানে
তালামিযে ইসলামিয়ার শ্রীমঙ্গল
উপজেলা শাখার উদ্যোগে আলিয়া
মাদ্রার সামনে থেকে এক বর্ণাঢ্য
র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
সকাল থেকেই নবীপ্রেমিক মুসলিম
জনতা, ছাত্র-শিক্ষক, আলেম-উলামা
র্যালিতে যোগ দিতে খন্ড খন্ড মিছিল
নিয়ে শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসায়
জড়ো হতে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

পুলিশ সুপার ফারুক আহমেদের সাথে প্রেসক্লাবের প্রীতি সম্মিলন-কমলগঞ্জ বার্তা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার) এর মৌলভীবাজার থেকে বিদায়লগ্নে প্রেসক্লাবের ...