কমলগঞ্জ প্রতিনিধি ।। সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় বইমেলা প্রাঙ্গণমঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণ’ ২য় বইমেলা সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
সিলেট নগরীর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও আলোর অন্বেষণ স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজু ও সাধারণ সম্পাদক তফাজ্জল হক সুমন এর সঞ্চালনায় গতকাল (৪ ই মার্চ) বিকাল ৪টায় আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগ এর সভাপতি এডভোকেট লুৎফুর রহমান চৌধুরী। এ সময় গুণীজন সম্মাননা দেয়া হয়, দৈনিক উত্তরপূর্বের সম্পাদক, কবি আজিজ আহমদ সেলিম ও মুক্তিযোদ্ধা লেখক সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহকে।
আলোর অন্বেষণ- মরহুম সোয়েব চৌধুরী সাহিত্য পুরস্কার- ২০২০ প্রদান করা হয়।
এ সময় তরুণ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়, তরুণ ছড়াকার মিনহাজ ফয়সল, কবি মাহফুজ জোহা গল্পকার শরিফুল হাসান শিশিরকে। কোমলমতি শিশুদের মধ্যে আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে আলোর অন্বেষণ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।