রাফি আহমেদ, কমলগঞ্জ ।।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জনতার মৌলভীবাজার জেলা প্রতিনিধিসাংবাদিক ও সংস্কৃতিকর্মী সাজন আহমেদ রানার ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের আহবায়ক আমিনুল ইসলাম হিমেল ও সদস্য সচিব রাজু দত্ত । তার এক যুক্ত বিবৃতিতে হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য যে, গতকাল রোববার ১৭ মে দুপুরে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাজন আহমেদ রানাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। এবং ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করে । হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ।