কমলগঞ্জ প্রতিনিধি ।। করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রভাবে কমলগঞ্জ উপজেলা তথা গোটা দেশের স্বাভাবিক জীবনযাত্রা আজ ব্যাহত। এমন সংকটময় পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে আছেন যাদের নিত্যরোজগারে চলে প্রতিদিনের জীবন যাপন। অসহায় এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়েে এসেছে কমলগঞ্জ থানা পুলিশ।
গতশুক্রবার থেকে গাড়ি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন তারা। প্রতিদিন বেছে বেছে অর্শতাধিক লোকের প্রত্যেকের হাতে ৫কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, বর্তমানে দেশে সবকিছু বন্ধ। এই বন্ধে দিনমজুর কষ্টে রয়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছি।