কমলগঞ্জ বার্তা নিউজ ডেস্ক :
হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে সবার কাছে সহায়তার আকুতি জানিয়েছেন ছেলে। আজ সকালে চট্টগ্রামের বাসিন্দা পলাশ দাশের মা রুমি দাশ (৫০) কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। এখনও বাসায় ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ব্যক্তি যদি উনাকে চট্টগ্রাম’র কোন স্থানে দেখে থাকেন যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর ছেলে পলাশ দাশ।
রুমি দাশ কিছুদিন ধরে একটু মানসিকভাবে দুর্বল ছিলেন। তাঁর বাসার ঠিকানা পূর্ব নাছিরাবাদ,আদর্শ পাড়া(৪ নং গলি),পলিটেকনিক্যাল,পাঁচলাইশ, চট্টগ্রাম।
কেউ কোনো খোঁজ পেলে পলাশ দাশ তাঁর মুঠোফোনে +8801676254033 যোগাযোগ করার জন্য আকুতি জানিয়েছেন। তিনি বলেন, সবার প্রতি অনুরোধ আপনাদের পরিচিত মানুষদের মাঝে শেয়ার করে দেন যাতে আমার মাকে খুঁজে পাই।
Check Also
কমলগঞ্জে পতনঊষার সড়কের বেহাল দশা! এ যেন মরন ফাঁদ-কমলগঞ্জ বার্তা
পতনঊষার, কমলগঞ্জ প্রতিনিধি || শমসেরনগর টু পতনঊষার সড়ক আগ্নেয়টিলা সংলগ্ন ব্রিজের পাশে রাস্তার বেহাল দশা! এ ...