Breaking News
Home / জাতীয় / আজ জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ জাতীয় সাংবাদিক সংস্থা’র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥ জাতীয় সাংবাদিক সংস্থার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১২ ফেব্রুয়ারি নানা বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আনন্দ র‌্যালীতে নেতৃত্ব এবং এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত বর্নাঢ্য মিলনমেলার উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দি নিউনেশন পত্রিকার সম্পাদক এ. এম মুফাজ্জল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আওয়ার বাংলাদেশ এর প্রধান সম্পাদক রফিকুল ইসলাম।সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে জনাকীর্ন আলোচনা সভায় বর্ক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সাত্তার, শাহজাহান মোল্লা, প্রতিষ্ঠাতা যুগ্ন আহ্বায়ক মোস্তফা ইয়াসিন, সাবেক মহাসচিব তাজ-উস-শফি, স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সহ সভাপতি আলমগীর গনি, মহাসচিব বাসার মজুমদার প্রমুখ। এ উপলক্ষে দুপুর ১২টা ১২ মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন মীর লিয়াকত ও আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান সভাপতি, মোস্তফা ইয়াছিন, আবদুস সাত্তার ও শাহজাহান মোল্লাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে মীর লিয়াকত আলী রচিত উপন্যাস ‘মিঠুয়া’ ও ‘উপন্যাস সমগ্র’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।উল্লেখ্য ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারী ঢাকার কমলাপুরে এড আবুল কাশেম সম্পাদিত তৎকালীন সাপ্তাহিক নবজাগরণ অফিস থেকে পথচলা শুরু করে একে একে ৩৮টি বছর পেছনে ফেলে জাতীয় সাংবাদিক সংস্থা রচনা করেছে এক গৌরবময় ঐতিহ্য। সংস্থার ৩৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীসহ দেশের সকল জেলা-উপজেলা সদরে আনন্দ মিছিল ও আলোচনাসভাসহ বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। এছাড়াও ১৩ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি সারাদেশে সাংবাদিক অধিকার পক্ষ উপলক্ষে মানববন্ধন ও স্মারকলিপি পেশ এবং মুজিববর্ষ উপলক্ষে দেশের ১০০ সাংবাদিককে সম্মাননা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

ইউপি সদস্যসহ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য মাহমুদ আলী, মখছন্দর মিয়া, রেদওয়ান খান, ...