Breaking News
Home / আলোচিত খবর / আল্লামা নুরুল ইসলাম হাসেমীর ইন্তেকালে কমলগঞ্জ দরগাহ্ শরীফের পীর ছাহেবের শোক প্রকাশ- কমলগঞ্জ বার্তা

আল্লামা নুরুল ইসলাম হাসেমীর ইন্তেকালে কমলগঞ্জ দরগাহ্ শরীফের পীর ছাহেবের শোক প্রকাশ- কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা ডেস্ক, রিপোর্ট ॥

শরীয়ত, তরীকত, মারেফাতের মারজা’ তথা অনুকরণীয় ব্যক্তিত্ব, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ইমাম, ফুরফুরা দরবার শরীফের কাইয়্যূমে যামান হযরত আবদুল হাই ছিদ্দীকী ওয়াল কুরাইশী রহমতুল্লাহে আলাইহি ও মুফতী সাইয়্যেদ আমীমুল এহসান মোজাদ্দেদী বারাকাতী রহমতুল্লাহে আলাইহির ফয়েজপ্রাপ্ত, হাজারো মুহাদ্দিস, মুফাসসির, মুফতী ও আহলে মারেফাতের ওস্তাদ ও চট্রগ্রাম হাশেমী দরবার শরীফের পীর ছাহেব, আমাদের পরম শ্রদ্ধেয় মুহতারাম হযরত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী কেবলা রহমতুল্লাহে আলাইহির আজ সকাল ৫ টা ইন্তেকাল করেন। তার ইন্তেকালে মৌলভীবাজার কমলগঞ্জের হযরত শাহ আজম রহঃ দরগাহ্ শরীফে পীর ছাহেব, উস্তাদুল উলামা, হযরত মাওলানা মোশাররফ আলী সাহেব তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন,দেশ-জাতি একজন অভিভাবক হারালো।
আল্লাহ তাকে জান্নাতের উঁচু যেন মাকাম দান করুন। তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। তার পরিবার ও ভক্তবৃন্দদের সবরে জামিল এখতিয়ার করার তাওফীক দান করুন।ইন্তেকালের সময় তার বয়স ছিল ৯২ বছর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে মায়ের হাসি স্বাস্থ্য ক্লিনিকের উদ্বোধন-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে স্বরনা বাংলাদেশ পরিচালিত স্বেচ্ছাসেবী জাতীয় এনজিও মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিকের ...