Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে কর্মহীন বিদ্যুৎবিদদের মাঝে সমাজসেবক প্রদীপ পালের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে কর্মহীন বিদ্যুৎবিদদের মাঝে সমাজসেবক প্রদীপ পালের ইফতার সামগ্রী বিতরণ

 রিপন মিয়া, কমলগঞ্জ ( মৌলভীবাজার ) সংবাদদাতা ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিদ্যুৎবিদদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, মৌলভীবাজারের মাতৃছায়া এন্টার প্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবশায়ী বাবু প্রদীপ পাল।

আজ ১লা মে রোজ শুক্রবার সকাল ১১টায় কমলগঞ্জ ইলেক্ট্রিশিয়ান সমিতির কার্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে কমলগঞ্জ উপজেলার কর্মহীন হয়ে পড়া ৬০টি বিদ্যুৎবিদ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে  ৫ কেজি চাল,  ১কেজি ডাল, ১কেজি চিনি, ১লিঃ তৈল, ১ কেজি পিয়াজ ও  ১ কেজি আলু ,১ কেজি খেজুর ও সেমাই।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, বিশিষ্ট সমাজ সেবক প্রদীপ পাল, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী প্রমুখ। অনুষ্টানে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি মো: মখসুদ আলী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল চৌধুরী রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

বিতরণকালে সমাজ সেবক প্রদীপ পাল বলেন, করোনা সংকটের এই মুহুর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমার এ প্রয়াশ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিকেলে তিনি আদমপুরে আরও ৪০ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে ডিম ফুটে বের হলো ১৫ খইয়া গোখরার বাচ্চা-কমলগঞ্জ বার্তা

আমিনুল ইসলাম হিমেল ॥ কমলগঞ্জে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫ টি খইয়া গোখরা সাপের ...