Breaking News
Home / কমলগঞ্জ / # কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত #

# কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত #

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালুসহ শিশু শিক্ষার মান উন্নয়নে সচেতনতামূলক সম্মিলনী অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ বাংলাদেশ মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উপদেষ্টা রসমোহন সিংহের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান মি. জিডিশন প্রধান সুচিয়াং, তেতইগাঁও রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, মণিপুরী সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি বজ্রগোপাল সিংহ, চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর সভাপতি পরিমল সিং বড়াইক, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সহ-সভাপতি স্বপন কুমার সিংহ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফেরামের সাধারন সম্পাদক সমরজিত সিংহ। এসময় সমাজকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, কবি-সাহিত্যিক-লেখক-গবেষক, সাংবাদিক, চাকুরীজীবী, ছাত্র/ছাত্রী ও যুব প্রতিনিধিসহ অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, আগামী ১৩ জুলাই শুক্রবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারাস্থ দক্ষিণ মন্ডপে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এবং বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম-এর যৌথ উদ্যোগে বৃহত্তর সিলেট অঞ্চলের মণিপুরী, খাসি, ত্রিপুরী, গারো, রাজবংশী, সাঁওতাল এবং চা-শ্রমিকদের মধ্যে বিদ্যমান ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালুসহ শিশু শিক্ষার মান উন্নয়নে সচেতনতামূলক এক সম্মিলনী অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রাণ হত্যার চেষ্টা-কমলগঞ্জ বার্তা

কমলগঞ্জ বার্তা রিপোর্ট ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল লাঘাটা ব্রিজ সংলগ্ন রাস্তার উপরে পূর্ব ...