Breaking News
Home / কমলগঞ্জ / কমলগঞ্জে বন্যা দুর্গতদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত #

কমলগঞ্জে বন্যা দুর্গতদের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত #

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদূর্গত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সমিতি, সিলেট এর আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতনউষার ইউনিয়নের আহমদ নগর দাখিল মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সমিতি, সিলেট এর সভাপতি দেওয়ান তৌফিক মজিদ লায়েক, কমরেড সিকান্দর আলী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার অধ্যাপক জামিল আহমদ চৌধুরী, সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, অধ্যক্ষ কাজী মাও: আলম চৌধুরী প্রমুখ।
ইউপি সদস্য রিপন ইসলাম মইনুলের সমন্বয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডা: শফিক উদ্দিন আহমদ, অধ্যাপক ডা: মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যাপক ডা: মামনু পারভেজ, ডা: নমিতা দাস সানি, ডা: মিতুল কুমার দাস, ডা: কামরুল ইসলাম, ডা: রাসেল আহমদ ও ডা: হাসান আলম বন্যা দুর্গত ৩ শতাধিক রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।
অপরদিকে উপজেলার ‘বন্যা দূর্গতদের পাশে দাঁড়ান’-এই আহবানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে একই দিনে ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক চিকিৎসা শিবির পরিচালনা করা হয়। এতে ৩০০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম জাহাঙ্গীর হোসাইন। #

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত- কমলগঞ্জ বার্তা

রাফি আহমেদ রিপন , কমলগঞ্জ ।। খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে ...