Breaking News
Home / কমলগঞ্জ / # কমলগঞ্জে মারা যাওয়া ৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান #

# কমলগঞ্জে মারা যাওয়া ৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান #

কমলগঞ্জ প্রতিনিধি :

সাম্প্রতিক বন্যায় পানির স্রোতে ডুবে ও ভেসে মারা যাওয়া মৌলভীবাজারের কমলগঞ্জের এক শিশুসহ ৫জনের পরিবারকে নগদ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করলেন একজন চিকিৎসক। শুক্রবার (২৯ জুন) বেলা ২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে নিজ হাতে এ সহায়তা প্রদান করলেন কমলগঞ্জের সন্তান প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা: সুধাকর কৈরী।
বন্যার পানিতে ভেসে মারা যাওয়া ৫ জনের পরিবার সদস্যদের সাথে সংবাদকর্মীদের মাধ্যমে আগে থেকেই যোগাযোগ করে শুক্রবার বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হন ডা: সুধাকর কৈরী। তিনি বলেন, তিনিও কমলগঞ্জের সন্তান। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি বানের পানিতে নিহত ৫ জনের প্রতি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা বিতরণ করলেন। কমলগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, এস কে দাস,  ও শাব্বির এলাহী।
ডা: সুধাকর কৈরী বলেন, এভাবে আরও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এসে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। বন্যার পানিতে ভেসে ও ডুবে মৃত ব্যক্তিরা হলেন, ইসলামপুর ইউনিয়নের সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২০), শমশেরনগর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী রমজান আলী (৫৪), আলীনগর ইউনিয়নের পরিবহন শ্রমিক সেলিম মিয়া (৪০) ও রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের সিএনজি অটোরিক্সা চালক মিছির মিয়ার দেড় বছর বয়সী শিশু সন্তান ছাদির মিয়া।
উল্লেখ্য, গত ১৫ জুন শুক্রবার ও ১৬ জুন শনিবার এ্ই দুই দিনে কমলগঞ্জে শিশুসহ ৫ জন বন্যার পানিতে ডুবে ও ভেসে মারা যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Check Also

কমলগঞ্জে পোল্ট্রি খামারে সাড়ে ৬ শতাধিক মোরগের মৃত্যু – কমলগঞ্জ বার্তা

রাফি আহমেদ রিপন, কমলগঞ্জ ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে একটি পোল্ট্রি খামারে অসুস্থ হয়ে সাড়ে ...